Sunday, December 5, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুরওড়িশা থেকে দিল্লীগামী কৃষকদের পাশে মিনি ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষ।
Advertisement

ওড়িশা থেকে দিল্লীগামী কৃষকদের পাশে মিনি ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষ।

Advertisement

Advertisement

নিজস্ব সংবাদদাতা,খড়গপুর: দিল্লীতে কৃষক বিদ্রোহকে যারা খালিস্থানি, পাকিস্থানি বলে ভাঙতে চেয়েছিলো, সেই বিজেপিকে বার্তাদিলো মিনি ভারতবর্ষ খড়্গপুর শহরের মানুষ। এ লড়াই কৃষকের আজাদি, এ লড়াই ইনকিলাবি এমন শ্লোগানে সামিল হলেন সব সম্প্রদায়ের মানুষ। কৃষক আন্দোলনের কাছে সারা ভারতবর্ষ।তাকে বিভাজনের রাজনীতিতে ভাঙা যাবেনা এমন বার্তা দিলেন পাঞ্জাবি, তেলেগু, সংখ্যালঘু মানুষ সহ বামপন্থী সংগঠন সহ বিভিন্ন জগতের মানুষ।
ওড়িস্যা থেকে চারশর গায়ে কৃষক দিল্লী অভিমুখে। তারাও সামিল হবেন অন্নদাতাদের বিদ্রোহে। বাসে করে দিল্লী অভিমুখে যাওয়ার সময় শুক্রবার মধ্যরাতে খড়্গপুর শহর ৬০ নম্বর জাতীয় সড়কে এসে পৌঁজায়। সেই সমস্ত মানুষদের খড়্গপুর শহর লাগোয়া গুরুদোয়ারায় নিয়ে আসেন খড়্গপুর শহরের মানুষ। রাতে থাকা খাওয়ার ব্যাবস্থা, কিছু শীতের কম্বল তুলে দেওয়া হয়। বিভিন্ন সামাজিক সংগঠন সহ ব্যাক্তিবর্গ এই লড়াকে সংহতি জানিয়ে অর্থও তুলে দেন। আজ সকালে এমন দিল্লী অভিমুখে অংশগ্রহনকারীদের পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনাও দেওয়া হয়। কালা কৃষিবিল বাতিলের শ্লোগান মুখোরিত মিছিল সহকারে তাদের আবার বাসে তুলে দেন খড়্গপুর শহরের এমন মানুষজন। শ্লোগান ওঠে কিষান তুমি লড়াই করো, সারা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ তোমার পাশে আছে।

Advertisement
- Advertisement -
Advertisement
- Advertisement -

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!