Thursday, December 2, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুরপ্রার্থী অপছন্দ,সবংয়ে রাস্তা আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Advertisement

প্রার্থী অপছন্দ,সবংয়ে রাস্তা আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Advertisement

Advertisement

খড়গপুর ২৪×৭,সবং: দলীয় প্রার্থীদের নিয়ে ইতোমধ্যেই চরম ক্ষোভের মুখে বিজেপি নেতৃত্ব। গতকাল বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রার্থী নিয়ে দলীয় নেতা-কর্মীদের ক্ষোভ-প্রকাশ। যা ম্যানেজ করতে কালঘাম ছুটছে বিজেপি নেতাদের। এবার যেমন সবংয়ে প্রার্থী নিয়ে চরম ক্ষোভের মুখে বিজেপি নেতৃত্ব। রবিবার সকাল থেকে প্রার্থী প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন সবংয়ের বিজেপি কর্মীরা। সবং বাজারপাড়া সহ বিভিন্ন এলাকায় পথে নেমে প্রার্থী বদলের ডাক দিয়েছেন দলীয় কর্মীরা। উল্লেখ্য, পশ্চিম মেদিনপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন। তৃণমূল ছেড়ে আসা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। গতকালকেই সবং বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই, স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের একদমই পছন্দ হয়নি এই প্রার্থী।

- Advertisement -
Advertisement
- Advertisement -

শুধু প্রার্থী বদলের দাবিই নয়, বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। এমনকী প্রার্থী বদল না হলে ভোটের অঙ্ক কমবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য অবশ্য স্পষ্টই জানিয়েছেন, বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। এখানে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কিছু ক্ষোভ ছিল। ইতিমধ্যে সেই সমস্যা মিটে গেছে। কিন্তু ভোটের আগে প্রার্থী নিয়ে এহেন দলীয় কোন্দল যে তাঁদের যথেষ্ট ভীতির কারণ হচ্ছে, তা আড়ালে জানিয়েছেন অনেক বিজেপি নেতাই।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!