Monday, September 27, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুরএবার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে হবে কোভিড চিকিৎসা

এবার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে হবে কোভিড চিকিৎসা

- Advertisement -

খড়গপুর ২৪×৭,ডেবরা:  করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। চাপ বাড়ছে জেলা হাসপাতাল থেকে অন্যান্য কোভিড হাসপাতালগুলির উপর। তাই আগামীদিনের কথা ভেবে এবারে ডেবরা সুপার স্পেশালিস্ট হাসপাতালের একাংশকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হতে চলেছে।

চারতলা হাসপাতাল ভবনের প্রথম দুতলায় কোভিড আক্রান্তদের রাখা হবে। সোমবার এই হাসপাতালে পরিদর্শন করতে যান জেলাশাসক রশ্মি কোমল। উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা শাসক আজমল হোসেন, ডেবরা ব্লক স্বাস্থ্য আধিকারিক আরিফ হাসান শা, বিডিও প্রমুখ। জেলাশাসক রশ্মি কোমল জানিয়েছেন এই হাসপাতালে একটা অংশে কোভিড হাসপাতাল চালু করা হবে। মোট ১৩৫টি শয্যা থাকবে।

- Advertisement -

তারমধ্যে দশটি শয্যা নিয়ে একটি আইসিইউ বিভাগ থাকবে। তিনি জানিয়েছেন সামান্য কিছু কাজ বাকি রয়েছে। এগুলি শেষ হলেই আগামী দুই একদিনের মধ্যেই চালু হয়ে যাবে কোভিড হাসপাতাল। জানা গিয়েছে এই হাসপাতালটিকে বেছে নেওয়ার মূল কারণ পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে। যা কিনা কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। বেশ কিছুদিন ধরে ডেবরা তো বটেই। পার্শ্ববর্তী পিংলা,সবং ও খড়গপুর দুই নম্বর ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে।

আক্রান্তদের বেশিরভাগ বাড়িতে হোম আইসোলেশনে থাকছেন। কিন্তু এইভাবে বাড়িতে থাকার ফলে আক্রান্তের পরিবার সহ এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে। তারসাথে কোনও রোগীর অবস্থার অবনতি হলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের সদস্যদের। আর এই পরিস্থিতির মোকাবিলায় এবারে ডেবরা সুপার স্পেশালিস্ট হাসপাতালের একাংশকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!