BREAKING: মধ্যরাতে খড়গপুরে গোডাউনে আগুন,ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন

KGP 24X7: একটি বিরিয়ানি দোকানের গোডাউনে  আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার
চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে,খড়গপুর বাসস্ট্যান্ডের পাশেই রয়েছে একটি বিরিয়ানি দোকান। সেই দোকানের পাশাপাশি রয়েছে গোডাউন। স্থানীয় ব্যবসায়ারী জানান, রাত প্রায় দুটো নাগাদ ওই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দোকানের মালিককে। প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানো শুরু করেন। পরে খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানা ও খড়গপুর দমকল বাহিনীকে।

খবর পাওয়া মাত্র খড়গপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় ও দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, ওই গোডাউনে প্লাস্টিক জাতীয় দ্রব্য থাকায় আগুন সহজেই ছড়িয়ে পড়ে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।