EXCLUSIVE: সবংয়ে ভরদুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাই

KGP 24X7(SABANG): ভরদুপুরে এক ব্যাংক কর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুষ্কৃতীরা টাকা ছিনতাই করে পালালো। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার তেমাথানি-দশগ্রাম রাজ্য সড়কের বেলকি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

জানা গেছে, সনাতন চালক নামে এক বেসরকারি ব্যাংক কর্মী। বাড়ি ঘাটাল দাসপুর এলাকায়। তিনি তেমাথানি এলাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মী। তিনি জানান আজ দুপুরে দশগ্রাম এলাকা থেকে গ্রাহকদের কাছ থেকে ঋণ পরিশোধের টাকা সংগ্রহ করে তেমাথানি এর দিকে যাচ্ছিলেন। বেলকি এলাকায় প্রবেশ করতেই দুই যুবক বাইকে চেপে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়িতে লাগে।

কোনোক্রমে প্রাণে বেঁচে যায় ওই ব্যাংক কর্মী। তারপর দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে ওই ব্যাংক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে টাকার ব্যাগ দিতে বলে। প্রাণের ভয়ে সনাতন টাকার ব্যাগটি দুষ্কৃতীদের হাতে তুলে দেন। ব্যাগে প্রায় ৬৯ হাজার টাকা ছিল। সেই টাকা নিয়েই চম্পক দেয় দুষ্কৃতীরা। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সবং থানার পুলিশ আধিকারিকরা।

এদিকে এই ঘটনায় সবং থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যাংক কর্মী। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। ভরদুপুরে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশি টহলরির দাবি জানিয়েছেন।