খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিল নারায়ণগড় থানার পুলিশ। শুক্রবার ভোররাতে এক অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্ৰেফতার করেছে নারায়ণগড় থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতরা হলো অশোক বাধা(২৫), অলোক দাস(২৬) ও মুকেশ কুমার (৩২)। এদের প্রত্যেকের বাড়ি খড়গপুর টাউন থানার পুরাতনবাজার, গান্ধীনগর ও রেলওয়ে পুরনো ফটক এলাকায়। এদের কাছ থেকে রড, সাইকেল চেন, লাঠি, ছুরি ইত্যাদি পাওয়া গিয়েছে।
ধৃত তিনজনকে শুক্রবার খড়গপুর এসিজেএম আদালতে হাজির করা হয়। বিচারকের নির্দেশে ধৃতদের জেল হাজত হয়েছে। পুলিশ জানিয়েছে এদের রামপুরা এলাকা থেকে ধরা হয়েছে।
এরা কাছাকাছি কোনও জায়গায় ডাকাতির জন্য জড়ো হয়। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। বেশ কয়েকজন পালিয়ে গেলেও এই তিনজন ধরা পড়ে যায়।