খড়গপুর ২৪×৭ ডিজিটাল: খড়গপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত আর একটি ভবন তৈরির চিন্তা ভাবনা শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলাশাসক রশ্মি কোমল খড়গপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসেন। এইদিন তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন।
তারপর হাসপাতালের সুপার সহ চিকিৎসক ও নার্সদের সাথে একটি বৈঠক করেন। উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা শাসক আজমল হোসেন, হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, খড়গপুর পুরসভার প্রশাসক প্রদীপ সরকার, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক মধুমিতা বিশ্বাস সহ অনেকে।
হাসপাতাল পরিদর্শন করার পর তিনি জানিয়েছেন হাসপাতালের প্রসূতি, মহিলা মেডিকেল ও মহিলা শল্য বিভাগের সংস্কার করা হবে। তারসাথে কিছু আধুনিক চিকিৎসা সামগ্রী দেওয়া হবে বলে তিনি জানালেন। পাশাপাশি পূর্ত বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে আইসিইউ বিভাগ তৈরির কাজ শেষ করতে।
এছাড়া জায়গার অভাব মেটাতে অতিরিক্ত একটি ভবন তৈরির প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে তিনি জানালেন। এইদিন তিনি ওয়ার্ডে পরিদর্শনের সময় রোগীদের সাথে কথাবার্তা বলেন।