খড়গপুর ২৪×৭ ডিজিটাল: জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুকন্যা সন্তানের। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার ১৩ নম্বর বাখরাবাদ অঞ্চলের কাগলি গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাখরাবাদ এলাকার কাগলী গ্রামের বাসিন্দা গোপীনাথ মান্ডী তার ভাইকে নিয়ে সকাল থেকেই চাষের কাজের জন্য দুই শিশু কন্যাকে ছেড়ে বাড়ির বাইরে চলে গিয়েছিলেন।
হঠাৎই দুই শিশু কন্যা খেলতে খেলতে বাড়ির কাছেই পুকুরের জলে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি দুই শিশু কন্যাকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে।
চিকিৎসকরা দুই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে বেলদা থানার পুলিশ দুজনের মৃতদেহ নিয়ে আসে। ইতিমধ্যে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
আগামীকাল দুই শিশুকন্যার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।