খড়গপুর ২৪×৭ ডিজিটাল: চুরি করার পর খোয়া যাওয়া জিনিস কোথায় পাওয়া যাবে তার হদিস দেওয়া তো বটেই। এমনকি কত টাকার বিনিময়ে সেই খোয়া যাওয়া সামগ্ৰী ফের পাওয়া যাবে তারও খোঁজ দিচ্ছে দুষ্কৃতীরা।
চুরি করার পর রীতিমতো চিঠি দিয়ে এইরকম অভিনব কায়দায় চুরি যাওয়া সামগ্ৰীর সন্ধান জানিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ডেবরা থানার রাধামোহনপুর (১১/২) গ্ৰাম পঞ্চায়েতের পশং গ্ৰামে। দিনের পর দিন এই গ্ৰামে চাষের কাজে ব্যবহৃত পাওয়ার টিলারের যন্ত্রাংশ চুরি হচ্ছে। তারপরেই নজরে পড়ছে এই চিঠি।
আর গোটা ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বিষয়টি নিয়ে এলাকার চাষীরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনাটি। বর্ষা চলছে। তাই হালচাষের পর জমিতেই রেখে দেওয়া হয় পাওয়ার টিলার।
আর রাতের অন্ধকারে সেই টিলারগুলির যন্ত্রাংশ খুলে চুরি করে চিঠি দিয়ে দেখা করার ফতোয়া জারি করে চলেছে দুষ্কৃতীরা। এরকমই একটি চিঠিতে লেখা হয়েছে ” চুরি যাওয়া জিনিস নিতে হলে রাধামোহনপুর স্টেশনের সামনে একটি কাঠ চেরাই মিলে দেখা করতে হবে। ওর কাছেই খোঁজ পাওয়া যাবে চুরি যাওয়া জিনিস কোথায় আছে। কম করে মাল নিয়ে গেলাম। দু’দিনের মধ্যে খোঁজ করবে।”
এদিকে এই চিঠি পাওয়ার পর আতঙ্কিত চাষীরা কাঠ চেরাই মিলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা দেখেন ওই ব্যক্তিকে একই ধরনের চিঠি দেওয়া হয়েছে। ফলে ব্যাপক রহস্য তৈরি হয়েছে। এই ব্যাপারে পশং গ্ৰামের চাষী সঞ্জিত কুমার ওঝা জানালেন এই চুরি যাওয়া যন্ত্রাংশ পাওয়ার জন্য দশ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়েছে।
এরকম চুরি দিনের পর দিন হচ্ছে। পাশাপাশি তিনি জানালেন সকলে আতঙ্কে রয়েছেন। এইভাবে পাওয়ার টিলারের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় চাষবাস করতে পারছেন না।