খড়গপুর ২৪×৭ ডিজিটাল: দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে চালু হল ডেবরা ব্লকে কর্মতীর্থ। সোমবার রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা বিধায়ক হূমায়ুন কবির ৮২ জন স্টল মালিকের হাতে চাবি তুলে দিলেন।
যদিও দোতলা এই বিশাল ভবনে ১১২টি স্টল হবে। জানা গিয়েছে বাকি ৩০ টি স্টলের চাবি পরবর্তীকালে তুলে দেওয়া হবে স্টল মালিকদের হাতে। এইদিন স্টল মালিকদের হাতে চাবি তুলে দেওয়ার পর এই কর্মতীর্থ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বড় সুযোগ করে দিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী হুমায়ূন কবির।
পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেছেন গ্ৰামীণ এলাকার এই মল আগামীদিনে জমবে ও মানুষজন আসবেন। এই কর্মতীর্থ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। পাশাপাশি এই ভবনটির সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতকে নিতে হবে বলে জানিয়েছেন।
ডেবরা থানার ডুঁয়া (১০/২) গ্ৰাম পঞ্চায়েতের ডুঁয়া এলাকায় এই কর্মতীর্থটি তৈরি করা হয়েছে। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখোপাধ্যায়, বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর এবং সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া, শেখ ইসমাইল আলী প্রমুখ।