খড়গপুর ২৪×৭ ডিজিটাল: নারায়ণগড়ে প্রকাশ্যে বিজেপি কর্মীর পরিবারকে সামাজিক বয়কটের হুঁশিয়ারি তৃণমূল কর্মীর, ভাইরাল সেই ভিডিও
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের খুড়শি অঞ্চলের দুড়িয়া গ্রামে। বিজেপি কর্মী গোবিন্দ গিরির অভিযোগ, বিজেপি করার অপরাধে বেশ কয়েকদিন ধরে এলাকার তৃণমূল কর্মীরা হুমকি দেয় চাষ বয়কট থেকে শুরু করে গ্রামে না বেরোনোর। সেইমতো গতকাল রাতে বিজেপি কর্মী গোবিন্দ গিরির বাড়িতে আসে তৃণমূল কর্মী তপন মন্ডল,ঘনশ্যাম মিদ্যা, রতিশ বর্মন সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী বাড়িতে আসেন।
গোবিন্দকে বলে দেবেন, গতকাল রাতে বাড়িতে স্ত্রী ছিলো সেইসময় তৃণমূল কর্মীরা বাড়িতে আসেন। তারপর বলেন, কাল থেকে শুধুমাত্র সংসারের কাজ করতে পারবে। এলাকায় বেরোনো যাবে না, গ্রামের সরকারি জলের ট্যাপ থেকে শুরু করে টিউবল ব্যবহার করা যাবে না। জমিতে চাষ করতে যাওয়া হবেনা এভাবে হুঁশিয়ারি দেওয়া হয়। হুমকির ভিডিও ভাইরাল হওয়ায় জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে ভুগছে ওই বিজেপি কর্মীর পরিবার।
নারায়ণগড় থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। এদিকে তৃণমূলের তরফে এর সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে, এ ব্যাপারে তৃণমূল নেতা ঘনশ্যাম মিদ্যার দাবি, ওই বিজেপি কর্মীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তৃণমূল কর্মীরা এসব কাজ করেনি। মিথ্যে অভিযোগ করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।