Thursday, September 23, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুরশালবনিতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী

শালবনিতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: গভীররাতে পুলিশের ম্যারাথন অভিযানে” পশ্চিম মেদিনীপুরের শালবনীর সিজুয়ার জঙ্গল থেকে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল শালবনী থানার অন্তর্গত পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম গফুর মাল(৪৩)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা সিজুয়া জঙ্গলের অভিযান চালায়। ওই অভিযানে সেখানে থেকেই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয় গফুর মাল নামে ওই দুষ্কৃতীকে। ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে ঘাঁটি গেড়েছিল গফুর। তার কাছ থেকে একটি ওয়ান শাটার রিভলবার ও গুলি উদ্ধার হয়েছে।

- Advertisement -

এরপর গভীর রাতে শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস এবং পিড়াকাটা ফাঁড়ির ইনচার্জ আনন্দ মণ্ডলের নেতৃত্বে ঐ দুস্কৃতির বাড়িতে অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার ধৃত গফুর মালকে মেদিনীপুর আদালতে তোলা হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!