Sunday, September 26, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুরডেবরা টোল প্লাজায় জোর করে এজেন্সি পরিবর্তনের  অভিযোগ,মন্ত্রী হুমায়ূন কবিরের বিরুদ্ধে

ডেবরা টোল প্লাজায় জোর করে এজেন্সি পরিবর্তনের  অভিযোগ,মন্ত্রী হুমায়ূন কবিরের বিরুদ্ধে

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ছয় নম্বর জাতীয় সড়কে ডেবরা টোল প্লাজায় জোর করে এজেন্সি পরিবর্তনের  অভিযোগ উঠেছে বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ূন কবিরের বিরুদ্ধে। আর এই অভিযোগ করেছেন তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি রাধাকান্ত মাইতি।

অভিযোগ মন্ত্রী নিজের প্রভাব খাটিয়ে প্রশাসন ও দলকে কাজে লাগিয়ে এজেন্সি পরিবর্তন করিয়ে টোল প্লাজায় নিজের অনুগামীদের নিযুক্ত করছেন। আর এই টানাপোড়েনের জেরে এই টোল প্লাজায় কর্মরত ৮৬ জন কর্মী কাজ হারানোর মুখে। এই ৮৬ জন কর্মীরা পরিবার পরিজন নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন। শুধু তাই নয় প্রতিনিয়ত তাঁদের এখন শাসকদলের নেতা ও কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।

- Advertisement -

তাঁরা এবারে প্রস্তুতি নিচ্ছেন কাজে পুনর্বহালের দাবিতে টোল প্লাজার সামনে অবস্থান শুরু করার। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডেবরার বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবির। তিনি সাফ জানিয়েছেন একজনেরও কাজ যাবে না। তবে এজেন্সি পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছেন। গত সাত বছর ধরে এই টোল প্লাজায় এজেন্সির দায়িত্বে ছিলেন অমিত মাইতি নামে এক যুবক। এই যুবক আবার বর্তমানে তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতির ছেলে।

এই বর্তমান পরিস্থিতির জন্য রাধাকান্তবাবু তাঁরই দলের মন্ত্রী হুমায়ূন কবিরকে দায়ি করেছেন। তিনি বলেছেন দীর্ঘ সাত বছর ধরে অমিত মাইতি বর্তমানে টোল প্লাজার দায়িত্বে ছিলেন। এমনকি এই বছর ২৩ মার্চে এই টোল প্লাজার মূল এজেন্সি অশোকা কোম্পানি অমিত মাইতির দায়িত্বে থাকা মেঘমালা এজেন্সির অনুমোদন পুনর্নবীকরণ করেছে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।

কিন্তু গত পয়লা আগস্ট মন্ত্রী হুমায়ূন কবির একপ্রকার জোর করে পুরনো এজেন্সিকে বাতিল করিয়ে নিজের পছন্দের লোকজনকে নিযুক্ত করতে শুরু করেন। আর পুরনো ৮৬ জনকে বাদ দিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করেছেন বলে জানিয়েছেন রাধাকান্ত মাইতি। অপরদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ূন কবির।

তিনি বলেছেন গোটা ঘটনার পেছনে বিজেপির মদত সহ দলের কয়েকজনের মদত রয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন টোল প্লাজার দায়িত্বে এখন একটি সমাজকল্যাণমূলক ট্রাস্ট নিয়েছে। একজনকেও বাদ দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!