Saturday, October 16, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুররাত পোয়ালে ধর্মঘট,দেশ বাঁচানোর আহ্বান প্রচার মিছিল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে

রাত পোয়ালে ধর্মঘট,দেশ বাঁচানোর আহ্বান প্রচার মিছিল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: রাত পোয়ালে ধর্মঘট। দেশ বাঁচানোর আহ্বান প্রচার মিছিল থেকে।
সাধারণ ধর্মঘটের দাবী গুলি নিয়ে জেলা জুড়ে ১৯ টি স্থানে বামদল সমূহের যৌথ মিছিল হলো। মেদিনীপুর, ঘাটাল, খড়্গপুর শহর সহ ব্লক কেন্দ্র গুলিতে শত শত মানুষ সামিল হলেন সেই প্রচার মিছিলে।

মেদিনীপুর শহরে কলেজ ময়দান থেকে বের হয় বামদল গুলির যৌথ প্রচার মিছিল। মিছিল গোলকুঁয়া, অরোরা, বটতলা, ভীমতলা, নিমতলা, স্কুল বাজার, ছোটো বাজার হয়ে দীর্ঘ পথ পরিক্রমা করেন। মিছিলে অংশগ্রহণ করেন জেলা বাম ফ্রন্টের আহ্বায়ক তরুন রায় এবং অশোক সেন, শক্তি ভট্টাচার্য সহ বামফ্রন্টের জেলা নেতৃত্ব। ঘাটালশহর, কুঠিঘাট, নারায়নগড়, বেলদা, দাঁতন শহর, ধনেশ্বরপুর, জাহালদা,ক্ষীরপাই, চন্দ্রকোনারোড, গোয়াকতোড়, রামজীবনপুর এলাকায় হয় মিছিল।

- Advertisement -

জেলা জুড়ে প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকায় হয় মাইক প্রচার। রেল বীমা ব্যাঙ্ক শিক্ষক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারী কর্মচারী সংগঠনগুলি সহ ১২ই জুলাই কমিটি পক্ষ থেকে খড়্গপুর, মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম শহর জুড়ে একাধিক স্থানে ধর্মঘটের সমর্থনে পথসভা সহ মিছিল সংগঠিত হয়।

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!