Saturday, October 16, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুররক্তদান শিবিরে নিজের বিধায়ক তহবিল থেকে কেনা অ্যাম্বুলেন্স দান করলেন বিধায়ক শংকর...

রক্তদান শিবিরে নিজের বিধায়ক তহবিল থেকে কেনা অ্যাম্বুলেন্স দান করলেন বিধায়ক শংকর দোলই

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: সোমবার লায়ন্স ক্লাবের উদ্যোগে ঘাটালের কুশপাতা এলাকার মঙ্গল ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এদিন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তার বিধায়ক তহবিল থেকে কেনা ৩০ লক্ষ টাকার অ্যাম্বুলেন্সটি তুলে দেন লায়ন্স ক্লাবকে, এই রক্তদান শিবিরে।

উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই, পৌর প্রশাসক বিভাষ চন্দ্র ঘোষ, ডক্টর এইচ কে পাল, লায়ন্স ক্লাবের সভাপতি নিতাই পাত্র, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই বলেন এই অ্যাম্বুলেন্সটি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের যাতায়াতের সুবিধার্থে কথা ভেবেই তহবিল থেকে কেনা হয়েছিল।

- Advertisement -

এই এম্বুলেন্স, কিন্তু হসপিটাল সুপার কিভাবে অ্যাম্বুলেন্সটি পরিচালনা করবে সেই অভিজ্ঞতার অভাবে হাসপাতালে তরফ থেকে নেওয়া হয়নি অ্যাম্বুলেন্সটি, আজ সেই অ্যাম্বুলেন্সটি লায়ন্স ক্লাবের হাতে তুলে দেন এবং তিনি আরও বলেন ঘাটাল থেকে রোগী কলকাতায় নিয়ে যাওয়ার জন্য

এই অ্যাম্বুলেন্সটি পরিষেবা দেবে কম খরচে, আর এই অ্যাম্বুলেন্সটি পেয়ে লায়ন্স ক্লাবের সভাপতি নিতাই পাত্র বলেন, আমরা অল্প খরচে অ্যাম্বুলেন্স পরিসেবা দেবো এবং ঘাটাল থেকে কলকাতা বা অন্য কোন হাসপাতালে রোগীরা সুষ্ঠভাবে পৌঁছতে পারে তার চেষ্টা করব।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!