খড়গপুর ২৪×৭ ডিজিটাল: দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনাটি ঘটেছে। শুভেন্দুর কনভয়ের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লেগেছে বলে খবর। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর থেকে পলাতক ট্রাকচালক। যদিও নিরাপদেই রয়েছেন শুভেন্দু অধিকারী।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কাঁথির শান্তিকুঞ্জ থেকে বের হন শুভেন্দু। তমলুকে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু পথে ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারিশদা এলাকায় জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে কনভয়ের সামনে থাকা গাড়িটি।
এই ঘটনায় গাড়ির চালক সহ কয়েকজন সামান্য জখম হয়েছেন। তবে নিরাপদে রয়েছেন শুভেন্দু। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তায় রেখেই তমলুকের উদ্দেশে রওনা দেয় শুভেন্দুর কনভয়।
এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনায় তদন্তের দাবি তুলেছে তারা। যদিও, বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তাদের কথায়, এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ নিছকই কল্পনাপ্রসূত। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে পালটা অভিযোগ ঘাসফুল শিবিরের।