Friday, June 2, 2023
Homeজেলাপূর্ব মেদিনীপুরভূপতিনগর বিস্ফোরণ কান্ডে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত তৃণমূলের বুথ সভাপতি স্ত্রী! বিস্তারিত...
Advertisement

ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত তৃণমূলের বুথ সভাপতি স্ত্রী! বিস্তারিত পড়ুন ?

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে নয়া মোড়। ভূপতিনগরে নাড়ুয়া ভিলা গ্রামের বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি মৃত রাজকুমার মান্নার স্ত্রী লতারানী মান্না ভূপতিনগর থানায় স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করলেন।  তার অভিযোগ,স্বামী বেআইনি আতশবাজি তৈরি করতেন।

বহুবার বলার পরেও তাঁর কোন কথা শুনেনিনি রাজকুমার। এইজন্য আজ এই পরিস্থিতি। বোমা তৈরি করার সময় তার স্ত্রী লতারানী মান্না,বাড়িতে থাকতেন না। তাই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি বোমা তৈরির সময় ধূমপান থেকে বিস্ফোরণ হতে পারে।

- Advertisement -
- Advertisement -

এই অভিযোগ পাওয়ার পরে পুলিস তদন্ত শুরু করেছে। রবিবার মৃতদেহগুলির ময়না তদন্ত হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। রবিবার ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করতে। পাশপাশি যেখানে দেহ পাওয়া যায় সেখানেও পরিদর্শন করবেন তারা।

কী ধরনের বিস্ফোরক সেখানে মজুদ ছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি তিনটি মৃতদেহেই বার্ণ ইঞ্জুরি রয়েছে। দেহের ময়নাতদন্ত করা হবে রবিবার। একইসঙ্গে বিস্ফোরণ স্থল থেকে এতদূরে কেন পাওয়া গেলো মৃতদেহ তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!