খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল গ্রামে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কম করেও ৩ জনের মৃত্যু হল মঙ্গলবার দুপুরে। সরকারের তরফে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা জানানো না হলেও এলাকাবাসীর দাবি, খুব কম করেও ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদের দেহ ছিন্নভিন্ন হয়ে ৩০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। ধসে গিয়েছে কারখানার একটা বড় অংশই। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় ৪জন গুরুতর ভাবে আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য কিছু দিন আগেই এই জেলাতেই পটাশপুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেখানে ৩জন মারা যান। এবারেও দেখা যাচ্ছে খাদিকুলে ৩জনের মৃত্যু হল।