Tuesday, September 26, 2023
Homeজেলাপূর্ব মেদিনীপুরMadhyamik result: মাধ্যমিকে পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর
Advertisement

Madhyamik result: মাধ্যমিকে পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর

Advertisement

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকাল ১০টা থেকে সাংবাদিক বৈঠক করছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক ফল ঘোষণা করছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে চরম উৎকণ্ঠা, আর চাপা টেনশন এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের। জীবনের প্রথম বড় পরীক্ষা, বোর্ড পরীক্ষা বলতে এই পরীক্ষাকেই বুঝে থাকে পড়ুয়ারা।

পরীক্ষা শেষের লম্বা সময় পর প্রকাশিত হয় ফলাফল। এবারেও তাই। প্রকাশিত হচ্ছে ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি, শেষ হয় ৪ঠা মার্চ। মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ হয় রাজ্যের মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্রে।

- Advertisement -
- Advertisement -

২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন, ফেল করেছে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। রেজাল্ট জানতে পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

রোল নম্বর এবং জন্মতারিখে জানা যাবে ফলাফল। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ । পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। কলকাতায় পাশের হার ৯৩.৭৫ শতাংশ। 

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!