খড়গপুর ২৪×৭ ডিজিটাল: এগরা বিস্ফোরণ-কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হল কটকের হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানু বাগের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মঙ্গলবার এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ফলে ভানু বাগের শরীরে প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। ঘটনার দিন বাইকে চেপে গুরুতর জখম অবস্থায় তিনি রাজ্য ছেড়ে ওড়িশায় পালিয়ে যান। অবশেষে কটকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সন্ধান মেলে। যেহেতু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভানু, তাই তাঁকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছিলেন তদন্তকারীরা। কিন্তু তার আগেই শুক্রবার ভোরে মৃত্যু হল এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্তের।
অন্যদিকে ভানুর ছেলে পৃত্থীজিৎ বাগকে কটক সদর থানায় নিয়ে এসে নথি তৈরি করে রাজ্যে ফেরত নিয়ে আসে সিআইডি।
বৃহস্পতিবার রাতে রাতে কটকের হাসপাতালের কর্মী, চিকিৎসক, নার্স, অ্যাটেন্ডেন্টদের দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। রাতে ভানুকেও জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন সিআইডি আধিকারিকরা। কিন্তু জিজ্ঞাসাবাদে কিছুই জানাতে পারেননি ভানু। রাজ্য পুলিশ ভানুর দেহ ওড়িশা থেকে বাংলায় নিয়ে আসার জন্য উদ্যোগী হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপো— তিনজনকে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল। ভানুর মৃত্যু হওয়ায় এবার এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো।