Monday, September 27, 2021
Homeজেলাপূর্ব মেদিনীপুরলকডাউনের মধ্যেই দিঘাতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল দুই বন্ধু

লকডাউনের মধ্যেই দিঘাতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল দুই বন্ধু

- Advertisement -

KHARAGPUR 24X7: চলছে কড়া বিধিনিষেধ। তার উপর ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে গেছে বাংলার একাধিক অঞ্চলকে। সবচেয়ে বেশি ক্ষতি সম্ভবত হয়েছে দিঘায়। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তার মধ্যেই দিঘা বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু। দেহ দুটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাা গেছে, মৃতদের নাম নুর মহম্মদ মিদ্দা এবং মইদুল নস্কর। হাওড়ার লিলুয়ার একটি গ্রামের বাসিন্দা। কড়া বিধিনিষেধ উপেক্ষা করেই দিঘা ঘুরতে গিয়েছিলেন চার বন্ধু। সোমবার সমুদ্র স্নানের পরিকল্পনা ছিল চার বন্ধুর। হোটেল থেকে চার বন্ধু পৌঁছন সৈকতে। তাঁদের সমুদ্রে নামতে দেখে পুলিশ ও নুলিয়ারা সতর্ক করেন।

- Advertisement -

কিন্তু সেসব কানে তোলেনি যুবকরা। আর তাতেই ঘটে বিপত্তি। নুর ও মইদুলকে তলিয়ে যেতে দেখে চেষ্টা করেও রক্ষা করতে পারেনি দুই বন্ধু। এরপর পুলিশ ও নুলিয়াদের তৎপরতায় দেহ দুটি উদ্ধার হয়। খবর দেওয়া হয়েছে মৃতদের পরিবারকে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!