খড়গপুর ২৪×৭ ডিজিটাল: মাছ ধরার জন্য খালে জাল পেতেছিলেন খেজুরির কয়েকজন মত্সজীবী। সকালে জাল টেনে তুলতেই চোখ কপাল উঠল।
জালে ধরা পড়েছে হলুদ রঙের কোনও প্রাণী। পাড়া প্রতিবেশীদের ডেকে এনে জাল টেনে তুলে বোঝা গেল, প্রাণীটি আসলে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ।
খেজুরির তালপাটি খালে মৎস্যজীবীর জালে ওঠা বিরল প্রজাতির ওই কচ্ছপটি খেজুরি বনদপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলায় প্বল বৃষ্টিপাত শুরু হয়েছে। জলমগ্ন হয়েছে জেলার বিভিন্ন এলাকায়। খেজুরির বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন।
জল বাড়তেই তালপাটি উপকূল থানার খেজুরি গ্রামের সুবিমল বেরা নামে এক মৎস্যজীবী মাছ ধরার জন্য স্থানীয় একটি খালে জাল পেতেছিলেন। আর সেই জালেই ধরা পড়ল হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ।
সচরাচর এই ধরনের কচ্ছপ এলাকার মানুষ আগে কখনো দেখেননি। হলুদ কচ্ছপটির বিষয়ে বনদপ্তরকে জানালে বনদপ্তর কচ্ছপটি উদ্ধার করে। কচ্ছপটির ওজন প্রায় ৬০০ গ্রাম।