নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া: যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাসের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানার পুলিশ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম বিরেন্দ্র মুর্মু। বাড়ি সাতুড়িয়া থানার শালবেড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারে সঙ্গে তার সম্পর্কে এক আত্মীয় যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবতীর অভিযোগ এক বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ওই সিভিক ভলেন্টিয়ার। পরে ওই যুবতী বিয়ের প্রস্তাব দিলে বেঁকে বসে সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি তাকে হুমকিও দেওয়া হয় এবং ওই যুবতীকে সিভিক ভলেন্টিয়ার বলে, আমি সিভিক ভলেন্টিয়ার তুমি চাইলেও আমার কিছু করতে পারবে না। তারপরেই পুলিশের দ্বারস্থ হয় ওই যুবতী।কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করে ওই যুবতী। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত ওই সিভিক ভলেন্টিয়ারকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।