Saturday, May 28, 2022
Homeজেলাপুরুলিয়াপুরুলিয়ায় নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের
Advertisement

পুরুলিয়ায় নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

Advertisement

Advertisement

KGP 24X7: মাসির বাড়িতে বেড়াতে এসে ভাই এবং ভাইয়ের এক বন্ধুকে নিয়ে সাঁওতালডিহি গুয়াই নদীতে স্নান করতে গেছিলো ষোল বছরের সাদ্দাম আলম। তিন জনের কেউ সাঁতার জানতো না। আরেক বন্ধু ছিল পাড়ে দাঁড়িয়ে।

- Advertisement -
Advertisement
- Advertisement -

জলে নেমে স্নান করতে গিয়ে গভীর জলে ডুবে গিয়ে মৃত্যু হলো দুই ভাই সাদ্দাম আলম (১৬) ও সাকিব আলম(১৭)। অপর একজন কোনরকমে প্রাণে বাঁচে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল নাগাদ। সাঁওতালডি থানায় খবর দেওয়ার পর পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা  উদ্ধার করতে যায়। কিন্তু সন্ধ্যার অন্ধকার নেমে যাওয়ার কারণে উদ্ধারকার্য বন্ধ রেখে তারা ফিরে আসে।

শনিবার সকালে স্থানীয় মানুষজন নদীর পাড়ে একটি মৃতদেহ দেখতে পায় । তারাই পুলিশকে খবর দেয়। তার পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দল ঘটনাস্থলে গিয়ে অন্য একজনের মৃতদেহ উদ্ধার করে। মৃত সাদ্দাম আলমের বাড়ি  ঝাড়খণ্ডের ধানবাদে। এবং সাকিবের বাড়ি সাঁওতালডির  কাঁকিবাজারে। পুলিশ সূত্রে জানা গেছে মোট চারজন নদীতে স্নান করতে গেছিলো। একজন জলে নামেনি।

তিনজনে জলে নামার পর ক্রমশ বেশি জলের দিকে এগিয়ে যাওয়ায় তলিয়ে যায় তারা। একজন কোনরকমে পাড়ে উঠতে সক্ষম হল বাকিরা আর পারেনি।  মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!