Monday, November 29, 2021
Homeজেলাপুরুলিয়াপারিবারিক অশান্তির জেরে, ২ শিশুকে নিয়ে কুয়োয় ঝাঁপ মায়ের
Advertisement

পারিবারিক অশান্তির জেরে, ২ শিশুকে নিয়ে কুয়োয় ঝাঁপ মায়ের

Advertisement

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন গৃহবধূ। প্রতিবেশীরা তিন জনকে উদ্ধার করলেও ২ শিশুকে বাঁচানো যায়নি। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ।

- Advertisement -
Advertisement
- Advertisement -

মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ওই ভয়ঙ্কর কাণ্ড ঘটে পুরুলিয়া মফস্বল থানার চাকড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মোবাইলে কথা বলা নিয়ে শ্বাশুড়ির সঙ্গে বচসা বেধে যায় ওই গৃহবধূর। তার জেরেই ওই ভয়ঙ্কর কাণ্ড করে বসেন ওই গৃহবধূ।

ঝগড়া মিটে যাওয়ার পর বছর পাঁচের পূর্ণিমা মাহাত ও তিন বছরের রাখী মাহাতকে নিয়ে বাড়ির কুয়োয় ঝাঁপ দেন ওই গৃহবধূ।

চোখের সামনে ওই ঘটনা দেখে প্রতিবেশীকে খবর দেয় গৃহবধূর কিশোর সন্তান। প্রতিবেশীরা এসে তিন জনকে উদ্ধার করে। কিন্তু বাঁচানো যায়নি ২ শিশু সন্তানকে।

তিন জনকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে মৃত বলে ঘোষণা করা হয় ২ শিশুকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!