খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পারিবারিক বিবাদে দাদার হাতে খুন হলো ভাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর থানার প্রতাপপুর গ্রামে। মৃতের নাম শ্যামলাল মুর্মু (৩১)।
অভিযোগের ভিত্তিতে শনিবার ভোরে মৃতের দাদা ছোট লাল মুর্মুকে গ্রেপ্তার করে রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে পারিবারিক ঝামেলায় জড়িয়ে পড়েন দুই ভাই শ্যামলাল ও ছোট লাল। অভিযোগ ঝামেলার পর অভিযুক্ত ব্যক্তি ছোট ভাইকে লাঠিপেটা করে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছোট লাল মুর্মুকে গ্রেপ্তার করে।
দেহ পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।