খড়গপুর ২৪×৭ ডিজিটাল: দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন কিশনগঞ্জের কোচাধামন ব্লকের বড়িযান গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের প্রাথী শবনম বেগমের স্বামী ও ইলেকশন এজেন্ট মহম্মদ ফুরকান আলম। বুধবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আহত ফুরকান আলমকে প্ৰথমে কিশনগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাতেই চিকিৎসকরা তাঁকে শিলিগুড়িতে রেফার করেন। ফুরকান আলমের বুকে ও পিঠে গুলি লাগে।
খবর পেয়ে কোচাধামন থানার ওসি সুমন কুমার সিং ও কিশনগঞ্জ সদর থেকে মহকুমা পুলিশ আধিকারিক আনোয়ার জাবেদ আনসারী ঘটনাস্থলে যান। জানা গিয়েছে, নির্বাচনি প্রচারের জন্যে এদিন তিনি এলাকায় বের হলে দুর্গাপুর গ্রামের কাছে দুষ্কৃতীরা তাঁর রাস্তা আটকে পিছন থেকে গুলি করে।
ঘটনার পরে দুষ্কৃতীরা পালিয়ে যায়। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর কোচাধামন ব্লকে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন। এই ঘটনা নির্বাচনি রেষারেষির জন্যে বলে স্থানীয়দের অনুমান। অপরদিকে ঘটনার খবর পেয়ে, কোচাধামনের প্রাক্তন বিধায়ক ও দলীয় রাজ্য সমিতির ভাইস প্রেসিডেন্ট মাস্টার মুজাহিদ আলম ওই হাসপাতালে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।