খড়গপুর ২৪×৭ ডিজিটাল: রান্না করতে গিয়ে গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক বৃদ্ধার। দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার খেতরাবাড়ি গ্ৰামে। গুরুতর জখম ওই বৃদ্ধাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।
গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধার। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম সাহারা বিবি(৬০)মৃত ওই বৃদ্ধার মেয়ে ফতেমা বিবি বলেন, ‘বুধবার সন্ধ্যায় রান্নাঘরে রান্না করছিল আমার মা।
গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম হন তিনি। কিছুক্ষণ আগে মায়ের মৃত্যু হয়েছে।’ রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।