Monday, September 27, 2021
Homeজেলাউত্তর দিনাজপুরউত্তর দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার

উত্তর দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার

- Advertisement -

KGP 24X7: রাতে নিজের ঘরেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বৃদ্ধার। জানতেই পারল না বাড়ির লোকজন। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ইটাহারের কুরমানপুর এলাকায়।

বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়বৃষ্টি হয় উত্তর দিনাজপুরের করমানপুর এলাকায়। ঝড়ের দাপটে বিদ্যুতের তা ছিঁড়ে পড়ে আরতি দাস নামে এক মহিলার টিনের চালে। সেখান থেকেই বিদ্যুত্ প্রবাহ ছড়িয়ে পড়ে ঘরের বিভিন্ন অংশে। তাতেই বিদ্যুত্স্পৃষ্ট হন ওই বৃদ্ধা।

- Advertisement -

 

এদিকে পাশের ঘরেই ছিলেন বৃ্দ্ধার ছেলে ও বৌমরা। তারা মায়ের মৃত্যুর ঘটনা টেরই পাননি। শুক্রবার সকালে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার হল ঘর থেকে।

এদিকে, ওই এলাকায় বাড়িতে সংযোগকারী বিদ্যুতের খোলা তারের বদলে কভার তার লাগানো এবং ওই বৃদ্ধার মৃত্যুর ক্ষতিপুরণের দাবিতে সকাল থেকেই ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুরমানপুরের বাসিন্দারা। পুলিস ঘটনাস্থলে গেলেও তাদের দাবি বিদ্যুৎ দফতরের কর্তারা সেখানে না গেলে তারা অবরোধ তুলবেন না।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!