খড়গপুর ২৪×৭ ডিজিটাল: চাকরি না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন এক যুবক। নাম নিরঞ্জন সরকার(২১)। ঘটনাটা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পামলহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএসএফ জওয়ানের চাকরির পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু চাকরি পাননি। সেই হতাশা থেকেই যুবক ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সরকার। বাড়িতে মা, বাবা আর আছে ছোট ভাই। পুলিশ সুইসাইড নোট পেয়েছে। পামলহাট এলাকায় ঘটনার পর এলাকায় শোকের ছায়া।
বুধবার গভীর রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতর আত্মীয় স্বজনরা জানিয়েছেন, বেশ কয়েকজনের সঙ্গে যাওয়া বিএসএফের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলো ওই যুবক।
সুযোগ না পেয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।