খড়গপুর ২৪×৭ ডিজিটাল: গলার শ্বাসনালী কেটে রহস্যজনকভাবে খুন হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সিংহ (৪৫)। তাঁর বাড়ি ইসলামপুর থানার সোনামতি এলাকাতেই। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিশেষ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ওই এলাকায় পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে ইসলামপুর মহকুমা হাসপাতালে।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, শ্বাস নালি কেটে খুনের ঘটনা বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এর কারণ জানা যাচ্ছেনা। পুলিশ তদন্তে নেমেছে।
সোনামতি গ্রাম থেকে কিছুটা এগিয়ে অপর রাস্তাটি গ্রামের প্রবেশপথ, ঠিক তার পাশেই মৃত অবস্থায় পড়েছিল ওই ব্যক্তি। খুন নিয়ে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে পুলিশ, ঘটনাটা সম্ভবত বুধবার রাতের ধারণা পুলিশের।
মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন, তাঁর বাবা রাতে বাড়ি ফিরেছিলেন। সন্ধা রাতের পরে আবার বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর ফিরে আসেননি তিনি। এরপর সকালে তিনি তাঁর বাবার মৃতদেহ পড়ে আছে বলে গ্রামের মানুষের কাছ থেকে খবর পেয়েছেন। ময়না তদন্ত শুরু হয়েছে।