Sunday, September 26, 2021
Homeউত্তর ২৪ পরগনাসপ্তম দফার ভোট শুরু থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া,বোমের আঘাতে মৃত্যু স্কুল...

সপ্তম দফার ভোট শুরু থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া,বোমের আঘাতে মৃত্যু স্কুল ছাত্রের

- Advertisement -

খড়গপুর ২৪×৭: সপ্তম দফার ভোটের শুরু থেকেই একের পর এক রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠে আসছে। জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে বোমাবাজি ঘটেছে। ভাটপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের মতিভবনে বোমাবাজির অভিযোগ। বোমের আঘাতে ১৯ বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম অনুরাগ সাউ। তিনি স্নাতকের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটেছে।  বর্তমানে কাঁকিনাড়াজুড়ে বিশাল পুলিসবাহিনী মোতায়েন রয়েছে।

গত দু-দিন ধরেই এই বোমাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা জানা যায়নি। ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি। গতকাল যখন বোমা পড়ছিল, তখন ওই ছাত্র দেখতে বেরিয়ে ছিল, কী ঘটছে? কেন এত আওয়াজ হচ্ছে? সেই সময়ই তার গায়ে এসে বোমা লাগে। তারপর তাঁকে নিয়ে ভাটপাড়া রাজ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায়, ঘটনাস্থলেই তিনি মারা গিয়েছেন।

- Advertisement -

ভোট কেটে যাওয়ার পরও বোমাবাজির ঘটনা উত্তপ্ত ভাটপাড়া। স্থানীয়রা জানাচ্ছেন,  প্রত্যেকদিনই কোথাও না কোথাও বোমাবাজি  হচ্ছে সেই এলাকায়।  এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিস কোনও পদক্ষেপ করেনি বলে খবর।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!