Thursday, September 23, 2021
Homeভাইরাল খবরদাদু হলেন মুকেশ আম্বানি,নাতির সঙ্গে সেলফি ভাইরাল।

দাদু হলেন মুকেশ আম্বানি,নাতির সঙ্গে সেলফি ভাইরাল।

- Advertisement -

খড়গপুর ২৪×৭:-দাদু হলেন মুকেশ আম্বানি,নাতির সঙ্গে সেলফি ভাইরাল।
দাদু হলেন রিলায়েন্স এর কর্ণধার মুকেশ আম্বানি। পরিবারে নতুন অতিথি, নাতির সঙ্গে শেয়ার করে ফেললেন ছবিও। ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল দাদু নাতির ছবি। ভরপুর শুভেচ্ছা জানাচ্ছে নেটিজেনরা। জানা গেছে বৃহস্পতিবার মুকেশ আম্বানির পুত্রবধূ শ্লোকা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তারপর থেকেই মুম্বাইয়ের আন্তিলিয়া খুশির হাওয়া গোটা পরিবারে। গোটা বাড়িতে সাজ-সাজ রব। অভিনন্দন জানাতে বাড়িতে উপস্থিত আত্মীয়-পরিজনেরা। জানা গেছে মা ও ছেলে দুজনেই ভালো আছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!